শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সিঁড়ি বেয়ে উপরে উঠার ভোগান্তি দূর করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে ক্যাপসুল লিফট স্থাপন করছে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ তে একটি লিফটের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-এ, ডি ও ই এর মধ্যে লিফট স্থাপন করা হয়।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শারীরিকভাবে অক্ষম ও অসুস্থ শিক্ষক ও শিক্ষার্থীরা রয়েছেন। তাদের সুবিধার কথা চিন্তা করে ভবনগুলোতে ক্যাপসুল লিফট স্থাপন করা হচ্ছে। এই লিফট চালু হওয়ার ফলে শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থী, গর্ভবতী নারী এবং নারী সহকর্মীরা ভোগান্তি থেকে রক্ষা পাবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, হল প্রভোস্ট ও দপ্তর প্রধানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।