শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের শিক্ষার্থীদের দুই দিন ব্যাপী ‘ক্যারিয়ার ও উদ্যোক্তা’ বিষয়ক কর্মশালা শুর হয়েছে। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি-এর ১১২ নম্বর কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন সিইই বিভাগের প্রধান ও কর্মশালার সভাপতি অধ্যাপক ড. মিসবাহ উদ্দিন।
কর্মশালায় অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক ও কর্মশালার আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. জহীর বিন আলম, অধ্যাপক ড. মুশতাক আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক।
এতে আলোচক হিসেবে ছিলেন গ্রীনবাডের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রকৌশলী সৈয়দ তাসনীম মাহমুদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর প্রকৌশলী মো. জাকির হোসেন।
এসময় সিইই অ্যালামনাইয়ের প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেনসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় পরিবেশ ও অবকাঠামো সম্পর্কিত বিভিন্ন সেক্টর নিয়ে প্রকৌশলী সৈয়দ তাসনীম মাহমুদ আলোচনা করেন। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যত গঠনে সিভিল ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সেক্টরে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। যার মধ্যে পরিবেশ দূষণ রোধে ইঞ্জিনিয়াররা নানা ভাবে ভূমিকা পালন করতে পারেন। এজন্য শিক্ষার্থীদের ভালো লাগার সেক্টর খুঁজে বের করতে হবে। এছাড়া সরকারি, বেসরকারি, এনজিও, পরিবেশ, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সেক্টেরসহ দেশ-বিদেশে অনেক কাজ করার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে এনজিও সেক্টরে সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারদের কাজের সম্ভাবনা ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর প্রকৌশলী মো. জাকির হোসেন।
স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের আহ্বায়ক ড. ইমরান কবির বলেন, সিভিল ইঞ্জিনিয়ারদের দেশে-বিদেশে, সরকারি-বেসরকারী, এনজিওসহ অনেকগুলো সেক্টর রয়েছে। আমাদের গ্র্যাজুয়েটরা সেই সব বিষয়ে অবগত হতে পারে না। যার ফলে অনেক সময় তারা নানা হতাশায় ভোগেন। তাই পড়াশোনা শেষ করে কোন কোন সেক্টরে গেলে ভালো ক্যারিয়ার গড়া যাবে তা নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। আশা করি, কর্মশালা থেকে শিক্ষার্থীরা উপকৃত হবেন।
বিকালের সেশনে নন-ক্যাডার জব নিয়ে আলোচনা করেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম, নির্মাণ সেক্টর নিয়ে প্রোপার্টি উন্নয়ন লিমিটেডের প্রধান অপারেটিং কর্মকর্তা ইঞ্জিনিয়ার এ বি এম সাইফুল ইসলাম, গবেষণা নিয়ে শাবিপ্রবির সিইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুর রহমান, ক্যাডার সার্ভিস নিয়ে লোকপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত উপকমিশনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া ও বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের অতিরিক্ত এসপি ইঞ্জিনিয়ার শেখ মো. সালিম।