শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে।
রোববার (৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা দফতরের পরিচালক চৌধুরী সৌদ বিন আম্বিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অধিদফতর। এতে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দৌড়, ট্রিপল জাম্প, উচ্চ লাফ, দীর্ঘ লাফসহ বিভিন্ন দেশীয় খেলার ইভেন্ট।