শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে ১ হাজার ৬৬৬টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ১৪০টি।
ভর্তি কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. মাসুম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত বুধবার (২৫ জানুয়ারি) ২০২১-২২ সেশনের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিনটি ইউনিটে ১৪০টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদে ১২৬টি, মানবিক অনুষদে ১০টি, বাণিজ্য অনুষদে চারটি আসন ফাঁকা।
আগামী ৭ ফেব্রুয়ারি নবীনবরণ অনুষ্ঠিত হবে। তবে এর আগে ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান কো-অর্ডিনেটর অধ্যাপক মো. মাসুম।