শান্তিগঞ্জ পুলিশের ‘ওপেন হাউজ ডে’ পালন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ওপেন হাউজ ডে-২০২২ উপলক্ষে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ আগস্ট) সকাল ১১টায় শান্তিগঞ্জ থানার হলরুমে থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও এসআই তপন কান্তি দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, নারী ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পূর্ব পাগলা ইউনিয়নের চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাসিত সুজন, দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান সুফি মিয়া, শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান, পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত তালুকদার ঝন্টু, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক প্রমুখ।

এ সময় উপজেলার প্রতিটি ইউনিয়নের সদস্যবৃন্দ, নারী সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।