শান্তিগঞ্জ আ.লীগের কমিটি থেকে মাসুদ-দুলনের পদত্যাগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণার মাত্র ২ ঘন্টার ব্যবধানে পদত্যাগ করেছেন নবগঠিত কমিটির সহ-সভাপতি এড. বোরহান উদ্দিন দোলন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মিয়া।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কমিটি ঘোষণার মাত্র দুই ঘন্টার ব্যবধানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরিত পৃথক লিখিত পদত্যাগপত্রের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগের কারণ হিসেবে বোরহান উদ্দিন দোলন বলেছেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটির কোনো পদ গ্রহনে তার আগ্রহ নেই।

আরও পড়ুন : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনায় পণ্যের মূল্য বৃদ্ধি : শান্তিগঞ্জে নাহিদ

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘আমি শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পদে দায়িত্বে রয়েছি। খুব শীঘ্রই আমি এই যুবসংগঠনের সম্মেলন করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত হবো। তাই নবগঠিত শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটির কোনো পদ গ্রহনে আগ্রহ না থাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।’

তবে মাসুদ মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

 এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেন, এখন পর্যন্ত পদত্যাগপত্র আমাদের হাতে আসেনি। যদি আসে, তাহলে সব বিষয় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।