শান্তিগঞ্জে ‘স্বপ্নের ঠিকানা’ পেলো আরও ৫০ পরিবার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপহারের ঘর ‘স্বপ্নের ঠিকানা’ পেল ভূমিহীন ও গৃহহীন আরও ৫০টি পরিবার।

বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আধা-পাকা ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম, সহ-সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক সোহেল তালুকদারসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শেষে ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণীর আওতায় দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ ৫০টি ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়।

সিলেট ভয়েস/এএইচএম