শান্তিগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ছাত্রদল

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দরগাপাশা ইউনিয়ন ছাত্রদল। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দরগাপাশা গ্রামের মসজিদ সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা আল আমিন আহমদ এবং দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপ্পুর যৌথ সঞ্চালনায় টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, ‘খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং ভ্রাত্বত্বের বন্ধন তৈরী করে। যুব সমাজকে মাদকাসক্তি থেকে দুরে রাখে। বর্তমানে শিশু ও তরুণদের মাঝে মোবাইল আসক্তি দেখা দিয়েছে যা তাদের মেধা বিকাশে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরী করে। এ সমস্যা থেকে মুক্তি পেতে বেশি করে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে হবে।’ টুর্নামেন্টি আয়োজন করার জন্য তিনি দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলেকে ধন্যবাদ জানান।

পরে মামু-ভাগ্না স্পোটিং ক্লাব ও সায়েম স্পোটিং ক্লাব, ছয়হারার মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন আনছার উদ্দিন।

এসময় সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, উপজেলা যুবদল নেতা সিরাজুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।