শান্তিগঞ্জে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উদ্ধারে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথ (সওজ)।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তারা। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল লতিফ এ অভিযানের নেতৃত্ব দেন।

এসময় সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক ও উপ-সহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সওজের এক সূত্র জানায়, বৃহস্পতিবার দিনব্যাপী শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, ডাবর পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তারা। এর আগে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে নির্মিত জেলার ওয়েজখালী বাজার, নীলপুর বাজার, মদনপুর (দিরাই রাস্তার মুখ), জাউয়া বাজারসহ সওজের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তারা।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল লতিফ বলেন, সড়ক ও জনপথের জায়গা উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আমাদের অভিযানে কেউ বাঁধা দিলে কিংবা আইন না মানলে আইনত ব্যবস্থা গ্রহণ করবো।