শান্তিগঞ্জে বিএনপির ইফতারের টাকা ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ

দলীয় ইফতার মাহফিলের জন্য বরাদ্দকৃত টাকা বজ্রঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি।

বুধবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার পশ্চিম পাগলায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মীসহ শতাধিক পরিবারের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।

অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা আখতারুজ্জামান বাবুল, আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, সদস্য শহিদুল ইসলাম মুন্সি, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি

শাহিদ মিয়া যুবদল নেতা আলতা মিয়া, সিজিল আহমদ, সুমন, নাসির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, ছাত্রদল নেতা পাপ্পু, এনামুল হক মিলন, জাহিদ, বিরাম প্রমুখ।

আনছার উদ্দিন বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও রমজান মাস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ সকল অঙ্গ-সংগঠনের সহযোগিতায় আমরা ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোগ নিয়েছিলাম।‘

তিনি বলেন, ‘আমাদের নির্ধারিত সময়ের আগেই শান্তিগঞ্জ উপজেলায় ভয়াবহ বজ্রঝড়ে উপজেলার অন্তত ১০-১২ টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। এলাকাবাসীর এমন ভয়াবহ ক্ষয়ক্ষতি দেখে আমরা তাৎক্ষণিক সভা ডাকি। সভায় সর্বসম্মতিক্রমে ইফতার মাহফিলের জন্য বরাদ্দকৃত টাকা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়।‘

তিনি আরও বলেন, ‘এর আগেও আমরা দলীয়ভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেছি। আমাদের দলীয় সহযোগিতা অব্যাহত রয়েছে। কিন্তু মানুষের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই তুলনায় এই অর্থ সহায়তা পর্যাপ্ত নয়। মানুষের এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি-বেসরকারি বৃহৎ উদোগ গ্রহণ করতে হবে।‘