শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) পাগলা-বীর গাঁও রোডের পাশে আরাফাত অটো রাইস মিলের সামনে এ ঢেউটিন বিতরণ করা হয়।

ডেউটিন বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন।

এ সময় তিনি বলেন, সিলেটের ও সুনামগঞ্জের বন্যা কোনো মানবসৃষ্ট দুর্যোগ নয়, এটি প্রাকৃতিক দুর্যোগ আর এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অতীতের যেকোনো সরকারের চেয়ে সফলতা অর্জন করেছে। এই দুর্যোগকে পুঁজি করে একটি গোষ্ঠী রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় ।

আজিজুস সামাদ ডন বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন মিথ্যাচার ও অপপ্রচার না করারও অনুরোধ করছি। বৃহত্তর সিলেট অঞ্চলের সৃষ্ট বন্যার কারণে মানুষের জানমালের নিরাপত্তার জন্য সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নির্দেশে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ডসহ স্থানীয় প্রশাসন মানুষের কষ্ট লাঘবে সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি বলেন, আমাদের এলাকা বন্যা প্রবণ। কিন্ত আমরা কেউই বুঝতে পারিনি যে ২০০৪ সালে বন্যাকেও হার মানাবে। আমার বাবা ২০০৪ সালের বন্যায় আপনাদের পাশে ছিলেন। তিনি তখন তৎকালিন দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর তথা সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তখন বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায়। কিন্তু তিনি সরকারের কাছ থেকে এবং নিজস্ব উদ্যোগে এ আপনারদের পাশে ছিলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে। আমিও নেত্রীর নির্দেশে আপনাদের পাশে আছি। আমার বাবা সাবেক পররাষ্টমন্ত্রী সুনামগঞ্জে বন্যা পরির্দশনকালেই অসুস্থ হয়ে সুনামগঞ্জ থেকেই ঢাকায় যান। এর ছয় মাস পরই তিনি মারা যান। আপনাদের কাছে আর ফিরে আসতে পারেন নি। আমি তারই উত্তরসূরী হিসেবে আপনাদের কাছে এসেছি। গতকাল জগন্নাথপুরে একটি মেডিকেল ক্যাম্প হয়েছে সেখানেও আমার সামান্য সহযোগীতা ছিল।

আজিজুস সামাদ ডন আরও বলেন, আমার বাবার মত আমারও চেষ্টা থাকে যেন আপনাদের জন্য কিছু করতে পারি। এই ঢেউটিন আমি একা দিচ্ছি না সবার সম্মলিত প্রচেষ্ঠায় দিচ্ছি। এখানে একটি বেসরকারি ব্যাংকও সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনাদেরকে কথা দিচ্ছি এখন যে ভাবে আপনাদের পাশে আছি আগামীতেও থাকবে। আমি কিছু হতে পারলে কোনও প্রকার বিভাজন হবে না জগন্নাথপুর শান্তিগঞ্জের উন্নয়ন হবে সমান ভাবে। আপনার এতো রোদ উপেক্ষা করে এসেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.মাসুদ মিয়ায় পরিোলনায় ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংক সিলেটের রিজিওনাল ম্যানেজার দেবজ্যোতি মজুমদার, আ.লীগ নেতা রাশিকুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, শিমুলবাক ইউনিয়নের আ.লীগ সভাপতি গোলাম হায়দার, শান্তিগঞ্জ স্বেচ্ছসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, শিমুলবাক ইউনিয়ের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পূর্ব ইউনিয়ন আ.লীগের সভাপতি মজিদুর রহমান মধু মিয়া, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বদরুল আলম টিপু প্রমুখ।