চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিমের নির্দেশনায় সিলেট-সুনামগঞ্জের বন্যা কবলিত জনগোষ্ঠীকে চিকিৎসা প্রদানের অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বন্যাকবলিত মানুষদের চিকিৎসা সেবা প্রদান ও জরুরী ঔষধ বিতরণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘জরুরী মেডিকেল টিম’।
বুধবার (৬ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার পাগলা উপ-স্বাস্থ্যকেন্দ্রে বন্যা কবলিত জনগোষ্ঠীকে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্পের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেডিকেল টিমে দায়িত্বরত ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন, পাগলা উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. হুমায়ুন কবির, ফার্মাসিস্ট প্রদীপ বিকাশ দে, লিটন বড়ুয়া ও প্রবীর দে প্রমুখ।