শান্তিগঞ্জে বজ্রপাতে খড়ের ঘরে আগুন

শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামে বজ্রপাতে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি খড়ের ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

বুধবার (১০ মে) বিকেলে জয়কলস ইউনিয়নের তেঘরিয়া গ্রামে কৃষক বকুল দাসের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বকুল দাসের পরিবার।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলায় বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হয়। এসময় উপজেলার তেঘরিয়া গ্রামেে বকুল দাসের খড়ের ঘরে হঠাৎ বজ্রপাত ভূপতিত হয়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে তার পুরো খড়ের পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত বকুল দাস বলেন, ‘হঠাৎ করেই বজ্রপাতে পুরো খড়ের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এখন আমি গবাদিপশুর খাবার নিয়ে চিন্তিত আছি। আগুনে পুড়ে আমার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস টিম। বজ্রপাতে আগুনের সুত্রপাত হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’