শান্তিগঞ্জে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৯ জুলাই) দুপুরে শান্তিগঞ্জ বাজারে বিভিন্ন দোকান তদারকি করে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন।

তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। তদারকি কাজে সহায়তা করেন শান্তিগঞ্জ থানা পুলিশ।

সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, ‘শান্তিগঞ্জ বাজারে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে আল্লাহ ভরসা রেস্টুরেন্ট ১ হাজার, আবু বক্কর হোটেল ১ হাজার, মা রেস্টুরেন্ট ১ হাজার, মদিনা ফার্মেসী ২ হাজার ৫’শ ও ইডেন ফার্মেসীকে ২ হাজার ৫’শ টাকা জরিমানা করেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ভোক্তা অধিকার নিয়মিত কাজ করছে। জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’