শান্তিগঞ্জে নিত্যপণ্যের চড়া দাম, ক্রেতাদের চাপা ক্ষোভ

পবিত্র রমজান মাসের শুরুতেই শান্তিগঞ্জ উপজেলার ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় প্রায় সকল খাদ্য দ্রব্যের। সবচেয়ে বেশি বেড়েছে খেজুরের দাম। সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে রমজান মাসে চাহিদা সম্পন্ন এ ফল। যে খেজুর সপ্তাহ সময় আগে বিক্রি হতো ৮০ টাকা সেই খোলা খেজুরের বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে ২শ’ টাকায়। শুধু খেজুরই নয়, নিত্য প্রয়োজনীয় অনেক খাদ্য দ্রব্যের দাম তিন-চার দিনের তুলনায় পাঁচ টাকা থেকে শুরু করে দশ, পনেরো কিংবা বিশ টাকা পর্যন্ত বেড়েছে। আবার কোনোটিতে বেড়েছে দ্বিগুন। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে জনমনে চাপা ক্ষোভ। সাধারণ ক্রেতাদের দাবি, যেভাবেই হোক পবিত্র রমজান মাসে অন্তত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যেনো সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়।

শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ ও পাগলা বাজারের কয়েকটি দোকান ঘুরে জানা যায়, বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লেও কমেছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। দেশি পেঁয়াজ দু’তিন দিন আগেও বিক্রি হয়েছে ১শ’ থেকে ১শ’১০ টাকায়। যার বর্তমান বাজারমূল্য ৯০-৯৫ টাকা। সয়াবিন তেল লিটার প্রতি কমেছে ৫ টাকা।

তবে আগুন লেগেছে কাঁচাবাজারে। দু’দিন আগের তুলনায় লেবুর দাম বেড়েছে প্রায় দ্বিগুন। ফুলকপির দামও বেড়েছে। কাঁচামরিচ আগে বিক্রি হতো ৬০ টাকা। রমজান মাস শুরু হতে না হতেই এক সপ্তাহের তুলনায় তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকায়। টমেটোতে কেজি প্রতি বেড়েছে ২০ টাকা। ৩০ টাকার টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আলুর দামও বৃদ্ধি পেয়েছে কেজিতে ৫ থেকে ১০টাকা। বাঁধাকপি ও বেগুনসহ প্রতিটি শাক-সবজিতে দাম বেড়েছে প্রায় দ্বিগুন। শশা ও ক্ষীরা কেজি প্রতি প্রায় ২৫ টাকা বেড়েছে।

এছাড়া রমজানে বহুল বিক্রিত ছোলার দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। তিন-চারদিন আগের ৯২ টাকার ছোলা এখন বিক্রি হচ্ছে ১শ’১০টাকায়। মশুর ডালে দাম বেড়েছে ২০ টাকা। প্যাকেটজাত তরল দুধে লিটার প্রতি দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

দাম বেড়েছে ফলমূলেও। দু’দিন আগে ২৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া আঙ্গুরের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০০ টাকায়। ইফতারে প্রয়োজনীয় মাল্টা, কমলা, আপেলের দামও বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা। এছাড়া কলা কুড়িপ্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এলাচি ও জিরার দ্বিগুন দাম বেড়েছে। বাড়তি দাম চিনিরও।

বাজারের এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে স্বস্তিতে নেই নিম্ন আয়ের মানুষেরা। পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ দাবি করেন সাধারণ ক্রেতারা।

ক্রেতারা বলছেন, রমজান এলেই ব্যবসায়ীরা ইচ্ছে করেই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন। পণ্যের দাম বাড়ানোর ফলে অনেক নিত্যপণ্য ভোক্তার ক্রয়-ক্ষমতার বাইরে চলে যায়।

আশরাফ আহমদ ও মুহিবুর রহমান নামের দুই ক্রেতা বলেন, লেবু কিনতে গিয়ে হিমশিম খাচ্ছি। মাঝারি সাইজের একহালি লেবুর দাম ৮০ টাকা। ৫০ টাকার গরম মসলা দোকানদাররা দিতে চান না। চিনি, ছোলার দাম তো আরও বেশি। খেজুর কিনতে সাহস করতে পারছি না। একপোয়া খেজুর দিতে চাননা দোকানদাররা। সবজির চাহিদা বেশি হওয়ায় দাম বেড়েছে এসব জিনিসেরও। আমাদের মতো সাধারণ মানুষেরা কিভাবে চলবে? সরকারের উচিত প্রশাসনের মাধ্যমে বাজারে বাজারে অভিযান চালিয়ে এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা।

আর ব্যবসায়ীরা বলছেন, ‘শুধু শান্তিগঞ্জ উপজেলার বাজারগুলোতেই নয় দাম বেড়েছে সারা দেশের বাজারে। খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ করতে মাঠ পর্যায়ে কাজ করতে হবে সরকারকেই।’

এদিকে, বাজারের পরিস্থিতি দেখতে ও নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিক কার্যক্রম শুরু করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে পহেলা রমজানের দিন উপজেলার পাগলা বাজার ও শান্তিগঞ্জ বাজারে পৃথক মনিটরিং অভিযান করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। এসময় শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে কোনো দোকানিকে জরিমানা করা না হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, পহেলা রমজানে আমরা উপজেলার শান্তিগঞ্জ ও পাগলা বাজারে অভিযান চালিয়েছি। কাউকে জরিমানা না করলেও সবাইকে সতর্ক করেছি। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যের মূল্য তালিকা সাটানোর নির্দেশ দিয়েছি। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দোকানদারকে নির্দেশ দিয়েছি। কেউ যদি চলমান দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করেন সাথে সাথে যেনো আমাকে জানানো হয়। আমরা ব্যবস্থা নেবো। পুরো রমজানেই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

তবে সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল আমিন বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। তবে, পণ্যের দামে খুব একটা তারতম্য পাচ্ছি না। দোকানদাররা বেশি দামে কিনছেন তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবু আমরা অভিযান অব্যাহত রাখবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে।