শান্তিগঞ্জে নাবির ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে ১শ ২০জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে নাবির ফাউন্ডেশন।

শুক্রবার বিকাল ৩টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের একটি কক্ষে এ শীতবস্ত্র বিতরণ করে ফাউন্ডেশনটি। শীতবস্ত্র বিতরণপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিডি নাবির ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ নাবির।

তিনি বলেন, ‘আমি মানুষের সেবা করতে চাই। শীতার্ত মানুষের পাশে থেকে কিছুটা হলেও শীত নিবারণের চেষ্টা করছি। বিত্তবান সকলের উচিৎ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।’

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- নাবির এলপিজি ফিলিং স্টেশনের পরিচালক দিলোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান তালুকদার, ইউকে প্রবাসী মুনসুর আলী, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপকি কুলেন্দু শেখর দাশ, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সিরিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির ফরিদী, পশ্চিম পাগলা ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য রঞ্জিত সূত্রধর, ব্যবসায়ী জহির আলী, দেলোয়ার হোসেন ও ইমরানুল হাসান।

এর আগে সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলায় নাবির এলপিজি ফিলিং স্টেশন এলাকায় আরো ২শ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নাবির ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ নাবির।