শান্তিগঞ্জে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও বাজারে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও বাজারে বিভিন্ন দোকান তদারকি করে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

বীরগাঁও বাজারে অভিযান পরিচালনা করে সঠিক মূল্য নির্ধারণ না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি ও ভোক্তা অধিকারবিরোধী অপরাধে নাফিছা স্টোরকে ৪ হাজার, সাবাজ স্টোরকে ২ হাজার, শাহ দামড়ি স্টোরকে ৬ হাজার ও মনিসা মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করেন তিনি।

তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। তদারকিতে সহায়তা করেন শান্তিগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার অভিযানের অংশ হিসেবে বীরগাঁও বাজারে অভিযান চালিয়েছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ভোক্তা অধিকার নিয়মিত কাজ করছে। জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।