সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালামের পক্ষে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের পুত্র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।
শুক্রবার (২৪ মে) সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে এ গণসংযোগ করেন তিনি। এ সময় পাগলা বাজারের প্রতিটি দোকানের ক্রেতা-বিক্রেতার সাথে কুশল বিনিময় করেন এবং আবুল কালামের মোটরসাইকেল প্রতীকে ভোট চান।
এরপর পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জললুল হায়দারের ব্যক্তিগত কার্যালয়ে এক সভায় বক্তব্য রাখেন তিনি।
ইউপি চেয়ারম্যান জগলুল হায়দারের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পার সঞ্চালনায় বক্তব্যে আজিজুস সামাদ আজাদ ডন বলেন, ‘এবছর আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত হয়েছে উপজেলা নির্বাচনে কোনো এমপি-মন্ত্রীর সন্তান, স্বজনরা অংশগ্রহণ করতে পারবেনা। আর নিকটাত্মীয়ের ব্যাখ্যা কী, আপনারা ভালো জানেন।’
এ সময় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সে (মান্নানপুত্র অভি) হয় নিজের ছেলে নয় অথবা তিনি নেত্রীর নির্দেশ অমান্য করেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করেছেন। সারাজীবন নেত্রী যাকে নৌকা দিয়ে নির্বাচিত করে এমপি, প্রতিমন্ত্রী, মন্ত্রী বানিয়েছেন, সেই তিনিই নেত্রীর সামান্য একটি নির্দেশনা মানতে পারেননি। দলের নির্দেশনা অমান্য করার প্রতিবাদ জানাতেই আমি আজ এখানে এসেছি। আর আমার প্রতিবাদ জানানোর সর্বশ্রেষ্ঠ মাধ্যম হল আবুল কালাম এবং মোটরসাইকেল প্রতীক। আর মোটরসাইকেল প্রতীকে ভোট চাইতেই আমি এসেছি।’
আবুল কালাম বিজয়ী হলে শান্তিগঞ্জের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যেহেতু আমি জনপ্রতিনিধি নই তাই ডিও লেটার প্রেরণের ক্যাপাসিটি আমার নেই। কিন্তু আপনারা যদি আবুল কালামকে বিজয়ী করেন তাঁর ডিও লেটার অনুমোদন করার দায়িত্ব আমি নিলাম। উন্নয়ন হবে। এটা নেত্রীর উন্নয়ন, কারো বাবার নয়। নেত্রী তাঁর দু’হাত কাজে লাগান দেখেই টাকা আসে, উন্নয়ন হয়। এটা আপনাদের টাকা, আপনাদের উন্নয়ন।’
নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে চাই প্রশাসনকে ব্যবহার করে একটা ভোটও কেউ জালিয়াতি করতে পারবে না। নির্বাচনকে শতভাগ সুষ্ঠু করতে নির্বাচন কমিশন প্রশাসনকে সব ধরনের নির্দেশনা দিয়েছে। এছাড়া প্রশাসনকে সুষ্ঠু রাখতে প্রধান নির্বাচন কমিশনার সহ যেসব জায়গায় কথা বলা প্রয়োজন আমি সেখানে কথা বলব। আপনারা শুধু মোটরসাইকেল প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে আবুল কালামকে বিজয়ী করুন।’