শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রাথমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে শান্তিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত মো. আব্দুন নূরের স্মৃতি স্বরণে প্রথমবারের মতো ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জয়কলস-উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়।

বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ মার্কের পরীক্ষায় উপজেলার ৮টি ইউনিয়নের ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৩৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বী চৌধুরী, আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি প্রকল্পের প্রতিষ্ঠাতা ও নির্বাহি পরিচালক এবং সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।