সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ শাড়ি কাপড়, কসমেটিক্স, চকলেট, শীতবস্ত্রসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে শান্তিগঞ্জ থানা এলাকায় পুলিশের উপ পরিদর্শক (এসআই) সোলেমান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মালামাল উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করেন৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ সদর থানার নতুন গুদিগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র আবুল হোসেন (২৮) ও একই উপজেলার উত্তর ফেনিবিল গ্রামের মৃত আলী নেওয়াজের পুত্র শাকিল মিয়া (২২)।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ভারতীয় পণ্যসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।