শান্তিগঞ্জে অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা

সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাড়িঘর পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মাঝে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দিয়ে আনছার উদ্দিন বলেন, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তাদের ক্ষতি হয়তো পুষিয়ে দেওয়া সম্ভব না। তবে তাদের এই দুর্দিনে আমার ব্যক্তিগত এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে সাধ্যমত সহায়তা প্রদান করেছি।’ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, উপজেলা কৃষকদল নেতা মাহবুব হোসেন তালুকদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুন লেগে উপজেলার আসামমুড়া গ্রামের ৩ টি পরিবারের বসতঘর পুরোপুরি পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।