প্রধানমন্ত্রীর স্বপ্ন পদ্মা সেতু আর আমার স্বপ্ন মহাসিং নদীতে ‘পাগলা-কাদিপুর সেতু’। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলায় বিভিন্ন সভা-সমাবেশে এভাবেই পাগলা-কাদিপুর সেতু নির্মানের ব্যাপারে নিজের স্বপ্নের কথা ব্যক্ত করে আসছিলেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান। এবার নিজের সেই স্বপ্নের বাস্তবায়ন করলেন তিনি।
পশ্চিম পাগলা ইউনিয়নের মহাসিং নদীর ওপর পাগলা-কাদিপুর সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সেতুটি নির্মাণে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৯৫ লক্ষ বিশ হাজার টাকা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) মহাসিং নদীর ওপর ‘পাগলা সেতু’ প্রকল্পের অনুমোদন দেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান।
এর আগে গত বুধবার (২ নভেম্বর) প্রস্তাবিত প্রকল্পটির ওপর পিইসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়। আগামী বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পরিকল্পনামন্ত্রী।
এদিকে মহাসিং নদীতে ‘পাগলা সেতু’ নির্মানের অনুমোদন দেওয়ায় সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, মহাসিং নদীতে পাগলা সেতু নির্মান প্রকল্পের অনুমোদনের মধ্য দিয়ে হাওররত্ন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান পশ্চিম পাগলা ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ করেছেন। এই সেতু নির্মান হলে পশ্চিম পাগলা ইউনিয়নের বিচ্ছিন্ন গ্রাম কাঁদিপুর ও জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামের সাথে পাগলা বাজারের সরাসরি স্থলপথে যাতায়াত ব্যবস্থার সূচনা হবে। এতে এসব এলাকায় আমূল পরিবর্তন আসবে। এছাড়া জেলার শষ্যভাণ্ডার খ্যাত সর্ববৃহৎ হাওর দেখার হাওরের সাথেও সড়কপথে যোগাযোগ ব্যবস্থা চালু হবে। এতে কৃষি, যোগাযোগসহ নানাভাবে স্থানীয়রা উপকৃত হবে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হক প্রমূখ।