শান্তিগঞ্জের জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের ভমবমি বাজারের বেইলী সেতু ভেঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। এতে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।
বুধবার (১ জুন) সরেজমিন গিয়ে দেখা যায়, ভমবমি সেতু ভেঙ্গে যাওয়ার খবরে যান চলাচলের সুবিধার্থে বিকল্প হিসেবে একটি স্টিলের সেতু নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। সেতুটি নির্মাণের শুরু থেকেই জোড়াতালি দিয়ে চলছিল। সেতুর বিভিন্ন স্থানে কিছুদিন পরপর ভাঙ্গন ধরলে স্টিলে ঝালাই দিয়ে কোনরকম কাজ চালিয়ে নেয় কর্তৃপক্ষ।
বুধবার সকালে সেতুর মধ্যভাগে ষ্টীলের ঝালাই ছেড়ে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসী জানান, সেতুটি ভেঙ্গে গিয়ে যান চলাচল বন্ধ থাকায় দিনব্যাপী সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ভমবমি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রিপন জানান, ‘এই ব্রিজটি প্রতি বছর দুই তিন বার ভেঙ্গে গিয়ে জনদূর্ভোগ সৃষ্টি হয়। মানসম্পন্ন স্থায়ী সেতু নির্মাণ করলে এধরনের সমস্যা হতো না।’
এব্যাপারে সুনামগঞ্জ জেলা এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান জানান, ‘সেতুর কিছু জায়গায় ভাঙ্গার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা স্থান মেরামত করে দিয়েছি।’