সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপের ধাক্কায় জাকির হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত জাকির পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের মৃত আসকর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর নিত্যদিনের মত ব্যবসার উদ্দেশ্যে পাগলা বাজারে যান জাকির হোসেন। সড়ক পারাপারের সময় সিলেটগামী একটি পিকআপ স্বজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় জাকিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক পিকআপটি জব্দ করে৷
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্বাস আলী বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়া তাঁর লাশ দাফন করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ আছে৷