আগামী শনিবার (২৫ মার্চ) থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বনাম সিসেলশ জাতীয় ফুটবল দলের মধ্যকার ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ।
সিরিজের খেলা হবে দুটি। অনুষ্ঠিত হবে শনিবার ও মঙ্গলবার (২৮ মার্চ)। দুটি ম্যাচই শুরু হবে বিকেল পৌনে ৪টায়।
বাংলাদেশ-সিসেলশ ম্যাচের টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। আগামীকাল শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাবে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফে সদস্য মাহি উদ্দিন আহমেদ সেলিম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সিলেটের মাঠে ব্রুনাই জাতীয় দল আসার কথা ছিল। কিন্তু তাদের লিগের খেলা শেষ না হওয়ায় তারা আসছে না। তাই সিসেলশকে আমন্ত্রণ জানানো হয়েছে। খেলার তারিখ পূর্বনির্ধারিত হওয়ার কারণে রমজান মাসে খেলতে হচ্ছে।
মাহি উদ্দিন আহমেদ সেলিম জানান, সিলেট আসার আগে বাংলাদেশ দল সৌদির মদিনায় অনুশীলন করেছে, ম্যাচও খেলেছে। সেটি কাজে লাগিয়ে দেশের ফুটবল আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।