শতভাগ ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে : ইমরান আহমদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন শতভাগ ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষন ও ভাষা শিখে প্রবাসে গেলে ভাল বেতন পাওয়া যায়। তাই দক্ষ জনশক্তি হয়ে বিদেশে যেতে হবে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আজির উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিলাল উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ফরিদ আহমদ শামীম, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, প্যানেল চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য তাজ উদ্দিন, জুবায়ের আহমদ, তোয়াকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল মুমিন জাহেদ, নন্দিরগাওঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন।

আরও বক্তব্য রাখেন নুরুল ইসলাম নাহিদ, আতাউর রহমান, ফয়জুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।