গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মাদ ইউনূস দুর্নীতি দমন কমিশনে (দুদকে) দুদকের জিজ্ঞাসাবাদ শেষে বলেন, ‘শঙ্কিত হওয়ার কিছু নেই। আদালত তলব করেছিল, তাই আমি উপস্থিত হয়েছি।’
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এর আগে ড. ইউনূসের আইনজীবী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিযোগ এবং আদালতে দুদকের জিজ্ঞাসাবাদের বর্ণনা দেন। সাংবাদিকরা ইউনূসের সঙ্গে কথা বলার জন্য পীড়াপীড়ি করতে থাকলে একপর্যায়ে মেজাজ হারান এই আইনজীবী। পরিস্থিতি শান্ত করতে ইউনূস বলেন, ‘এটা (আদালতের বিষয়) লিগ্যাল মেটার। লিগ্যাল মেটারটা কী- সেই তিনি (ইউনূসের আইনজীবী) বুঝিয়ে দেবেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন।’
এরপর সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে থাকলে তার একটিরও জবাব দেননি ইউনূস। এর মধ্যে এই মামলা ব্যক্তিগত আক্রোশের কারণে কিনা সে বিষয়ে জানতে চাইলেও এ বিষয়ে নীরব থাকেন তিনি।
সিলেট ভয়েস/এএইচএম