লোডশেডিং কতদিন, সিদ্ধান্ত ১০ দিন পর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, লোডশেডিং নিয়ে আগামী ৭ থেকে ১০ দিন পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (২২ জুলাই) নিজ বাসভবনে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, দেশের কোথায় কতটুকু লোডশেডিং হবে তা নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

আগামী বছর রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, এখন সরকার চায় ডিজেল সাশ্রয় করে ডলারের ওপর চাপ কমাতে।

আগামী কয়েক মাস তেল-গ্যাস বিবেচনার সঙ্গে ব্যবহার করার আহ্বান জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, শিল্প কারখানায় গ্যাসের চাহিদা বাড়ছে। অধিকাংশ গ্যাস দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রিতে।

বর্তমানে সপ্তাহে প্রতিদিন এক ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। পরবর্তীতে এটা বাড়তে পারে বলে সম্প্রতি জানান প্রতিমন্ত্রী।