লুটনে বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের কনস্যুলার সেবা প্রদান

যুক্তরাজ্যস্থ বাংলা‌দেশ দূতাবা‌সের পক্ষ থে‌কে দেশটির লুটন শহরে কনস্যুলার সেবা প্রদান করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (০৩ জানুয়ারি) সকাল ৯টা থে‌কে বি‌কেল ৫টা পর্যন্ত লুট‌নের সিওয়াই‌সি‌ডি সেন্টা‌রে এই সেবা প্রদান করা হয়।

বাংলা‌দেশ দূতাবা‌সের উ‌দ্যে‌গে অনু‌ষ্ঠিত কনস্যুলার সেবা প্রদানে সহ‌যো‌গিতা ক‌রে সিওয়াই‌সি‌ডি।

বাংলা‌দেশ দূতাবা‌সের ফাস্ট সেক্রেটারি (কনস্যুলার) এ জেড এম শরীফ হোসাইনের নেতৃ‌ত্বে এক‌টি প্র‌তি‌নি‌ধি দল বিপুল সংখ্যাক প্রবাসী‌দের কনস্যুলার সেবা প্রদান ক‌রে। লুটনসহ আ‌শেপা‌শের সেন্ট্রা‌লবনস, বেড‌ফোর্ড শহ‌রের লোকজন সকাল থে‌কে এখানে সেবা নি‌তে আ‌সেন।

বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড, পাওয়ার অব অ্যাটর্নি, জন্মসনদ, ডকুমেন্ট সত্যায়ন ও সংশোধনসহ বি‌ভিন্ন সেবা প্রদান করেন বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।

এসময় দূতাবা‌সের কর্মকর্তা তাহাজ্জাদ হো‌সেন, লুটন কাউ‌ন্সি‌লের কাউন্সিলর আজিজুল আম্বিয়া, সিওয়াই‌সি‌ডির কনস্যুলার সা‌র্ভিস কোঅ‌র্ডি‌নেটর ফ‌জিলত খাঁন, ম‌হি উ‌দ্দিন টিপুসহ ক‌মিউ‌নি‌টি নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।