লুঙ্গি পরে আসায় ‘পরাণ’ দেখতে দিলো না! সন্ধান চান মিম-রাজ

লুঙ্গি পরে আসায় এক বৃদ্ধকে রাজধানীর সনিমে সিনেপ্লেক্সে ‘পরাণ’ সিনেমা দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও বুধবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাড়া দিয়েছেন পরাণ সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম ও নায়ক শরিফুল রাজ।

মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সাথে বসে পরাণ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু যোগাড় করে দেন প্লিজ।’

ফেসবুকে অভিযোগ ওঠে, সনি সিনেমা হলের টিকিট বিক্রেতা ওই বৃদ্ধের কাছে কাছে টিকিট বিক্রি করেননি। কারণ তিনি লুঙ্গি পরে সিনেমা হলে এসেছেন।

শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বলা হয়, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সাথে আমার টিম নিয়ে বসে পরাণ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-ছেলে গল্প করব। আমাকে কেউ একটু যোগাড় করে দেন প্লিজ।’

তাৎক্ষণিক কোনো তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।