অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী আলিনগর এলাকায় যুবদল ও ছাত্রলীগের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১ নভেম্বর) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদশীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আলিনগর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে যুবদল হরতালের পক্ষে একটি মিছিল নিয়ে বের হয়। এসময় দক্ষিণ সুরমা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী যুবদলকে ধাওয়া দেন। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন, ‘যুবদল একটি মিছিল নিয়ে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এতে উত্তেজনার সৃষ্টি হয়। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।’
এর আগে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে সিলেট নগরীর বন্দরবাজারে যুবদল-ছাত্রশিবির ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।
এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় যুবদল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার নগরীর জেল রোড এলাকা থেকে ১৫/২০ জন যুবদল নেতাকর্মী অবরোধ হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল মহাজনপট্টি পয়েন্টে আসলে সেখানে জামাত-শিবিরের আরেকটি মিছিলে এসে জড় হয়। এসময় কোর্ট পয়েন্টের দিক থেকে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা এসে যুবদল-শিবিরকে ধাওয়া দিলে সংঘর্ষ বেঁধে যায়।
পরে পুলিশ এসে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।