লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ এর উদ্যোগে সিলেটের জালালাবাদ ইউনিয়নের কান্দিগাও এলাকায় এবং বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ বাংলাদেশের উদ্যোগে প্রায় ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকরা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকালে কান্দিগাও এলাকায় এবং বিকেলে শান্তিগঞ্জের বসিয়া খাউরী গ্রামে এ খাদ্য বিতরণ করা হয়।

এসময় লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেলা গভর্ণর লায়ন লুৎফুর রহমান এমজেএফ বলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা মানুষের সেবার জন্য কাজ করছি। সিলেটের বিভিন্ন দূর্যোগে অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে। আমরা লায়ন নেতৃবৃন্দ যতদিন বেঁচে থাকবেন, ততদিন অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

তিনি বলেন, নিরক্ষরতা দূরীকরণ সহ বিভিন্ন ধরনের মানবসেবাধর্মী কর্মৎপরতার মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল দূর্গত এলাকার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এ সংগঠন কাজ করছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ফার্স্ট লেডি অব দ্যা ডিস্ট্রিক লায়ন শিরীন আক্তার রুবি, আইপিডিজি লায়ন শরীফ আলী খান, লায়ন রেখা শরীফ, প্রথম জেলা ভাইস গভর্ণর লায়ন আশরাফ এইচ খান হিরা, লেডি অব দ্যা ফার্স্ট ভিডিজি লায়ন ফাতেমা কাদির হোমা, ২য় জেলা ভাইস গভর্ণর ড. সরোয়ার জাহান জামিল, পিডিজি লায়ন শাহেনা রহমান এমজেএফ, সাবেক কেবিনেট সেক্রেটারী মির শফিকুল আলম কনক, সিলেট রিলিফ কমিটির চেয়ারম্যান হারুন আল রশীদ দিপু এমজেএফ, সেক্রেটারী লায়ন সাজওয়ান আহমদ, লায়ন নাজনীন হোসেন, লায়ন খাইরুন নেছা শেলি, ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন শামসুল আলম খান, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন মুহিতুর রহমান এমজেএফ, লায়ন আমিন উদ্দিন, লায়ন আবুল কাশেম বাবু, লায়ন মামুন আহমদ, লিও প্রেসিডেন্ট ইয়াসরিব হাসান, লিও অরিত্র রহমান, লিও ফারহান ইশরাত, লিও আজিজুর রহমান, লিও ফাহিম আশরাফ খান প্রমুখ।