যথাযোগ্য মর্যাদায় সিলেটে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার সিলেট জেলার বিভিন্ন স্থানে দুই হাজার ৫৬৯টি ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এরমধ্যে মসজিদে হয়েছে দুই হাজার ৯৯টি ও ঈদগাহে হয়েছে ৪৭০টি ঈদ জামাত। এছাড়াও সিলেট নগরীতে মোট ৪৩০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৮৩টি ঈদগাহে হয়েছে ঈদের জামাত।
সকাল আটটায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। লাখো মুসলমানের উপস্থিতিতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে নামাজ শেষে দোয়া করা হয়।
ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লিরা।