হবিগঞ্জের লাখাইয়ের হাওরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া পালন প্যানেলভুক্ত নির্বাচিত সুফলভোগীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লাখাই উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ভেড়া বিতরণ করা হয়।
লাখাই উপজেলা হ্যালিপ্যাড মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন গৌতম কুমার রায়।
আলোচনায় অংশ নেন, ৫ নম্বর করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, ৬ নম্বর বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ প্রমুখ।
অনুষ্ঠানে সুফলভোগী ১০০ নারী-পুরুষের মাঝে ২০০ ভেড়া বিনামূল্যে বিতরণ করা হয়।