হবিগঞ্জের লাখাই উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নে প্রথমবারের মতো ‘ইউনিয়ন সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট) বিকেলে করাব ইউনিয়ন কমপ্লেক্স ভবন মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার লোকজনের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরীফ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আবু জাহির মডেল কলেজের অধ্যক্ষ মো. রফিক আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
করাব ইউনিয়ন বিট পুলিশের বিট অফিসার পুলিশ পরিদর্শক (এসআই) সদরুল হাসন খানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, হাবিবুর রহমান আজনু, খলিলুর রহমান, করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।