লাখাইয়ে মুড়িয়াউক ইউপির ২নং ওয়ার্ডে উপ-নির্বাচন বুধবার

হবিগঞ্জের লাখাইয়ে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন লাখাই উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মোশাররফ হোসেন খান।

লাখাই নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০২১ সালে ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডে রুস্তম আলী সাধারণ সদস্য পদে নির্বাচিত হওয়ার কিছুদিন পর মৃত্যুবরণ করলে ওই ওয়ার্ডটি শূন্য হয়ে যায়। যার ফলে বিগত ৭ এপ্রিল লাখাই নির্বাচন কর্মকর্তা ওই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করেন। এর ফলশ্রুতিতে ওই ওয়ার্ডে আগামীকাল বুধবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ওয়ার্ডে উপ-নির্বাচনে ৩ জন পদপ্রার্থী ভোট যুদ্ধে মাঠে রয়েছেন। তারা হলেন (১) গিয়াস উদ্দীন (মোড়গ মার্কা) প্রতীকে (২) মৃত মেম্বারের স্ত্রী বিলাশ আক্তার (টিউবওয়েল মার্কা) ও (৩) জুনাইদ মিয়া (ফুটবল মার্কা) নিয়ে নির্বাচন করতে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৮৮২ জন। পুরুষ ভোটার ১৪০৮ নারী ভোটার ১৪৭৪ জন। এই নির্বাচনে আইনশৃংখলা বাহিনীও প্রস্তুত রয়েছে। এই উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর।