লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড প্রদান

লাখাই উপজেলার বামৈ বড় বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিকালে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ উদ্দীন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধভাবে চিপস তৈরির জন্য ‘নয়ন চিপস’ নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ৪৮০০ প্যাকেট চিপস ধ্বংস করা হয়।

এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দুইজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

আইনশৃংখলা রক্ষায় লাখাই থানা পুলিশের পরিদর্শক (এস,আই) সদরুল হাসান খানের নেতৃত্বে একটি চৌকস টিম ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফ উদ্দীন।