হবিগঞ্জের লাখাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
আলোচনায় অংশ নেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, লাখাই থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) চম্পক দাম, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বাহার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় ও মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, বামৈ মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিমসহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
সেমিনারে আলোচকবৃন্দ বলেন, ভোক্তা অধিকার সম্পর্কে সকলের সম্যক ধারণা ও সচেতনতা সৃষ্টি করতে প্রচার-প্রচারণা চালাতে হবে। আমরা প্রত্যেকেই প্রকারান্তরে ভোক্তা। ভোক্তাদের প্রতিটি ক্রয়ে সচেতন হতে হবে এবং মান যাচাইপূর্বক পণ্য ক্রয় করতে হবে। ভোক্তাদের তাদের অধিকার রক্ষায় সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। পরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।