লাখাইয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

হবিগঞ্জের লাখাইয়ে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা জামানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোমের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজরিম মজুমদার, মেডিকেল অফিসার ডা. শামীম আহমেদ চৌধুরী, ডা. এ কে এম, মঞ্জুরুল আহসান, ভ্যাটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বাহার উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন্নাহার লিজা ও থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার।

সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার চালাতে হবে। কুকুরের মাধ্যমে জলাতঙ্ক ছড়ায়। তাই সচেতন হতে হবে। কুকুর, বিড়াল, শিয়াল, বেজি কামড়ালে তাৎক্ষণিক কাপড় কাঁচার সাবান দিয়ে অন্তত ১৫ মিনিট আক্রান্ত স্থান ভালোভাবে ধৌত করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা নিতে হবে।

বেশিরভাগ ক্ষেত্রে কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয় বিধায় কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনতে চলমান কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।