লাখাইয়ে কৃষি উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

লাখাইয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক/ কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুন) লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোশারফ হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক নয়নমণি সূত্রধর, তেলজাতীয় ফসল উৎপাদন ও সংরক্ষণ প্রকল্পের মনিটরিং অফিসার মো. ফরহাদ মিয়া।

প্রধান অতিথি মোশারফ হোসেন খান বলেন, প্রতিটি অনাবাদী ও পতিত জমি চাষের আওতায় আনতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যার অনুপাতে উৎপাদন বাড়াতে প্রযুক্তি নির্ভর চাষাবাদের বিকল্প নেই। নতুন এই প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের উৎপাদন বৃদ্ধির প্রকল্প নেওয়া হয়েছে। স্মরনকালের এ বন্যা পুনর্বাসনে কৃষকদের সহযোগিতার আশ্বাস দেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে ছিলেন- কৃষি অফিসার শাকিল খন্দকার, উপ-সহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্য্য। প্রশিক্ষণে উপজেলার ৬ টি ইউনিয়নের ৩০ জন কৃষক অংশ নেন।