লাখাইয়ে সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

লাখাইয়ে সার্বজনিন পেনশন স্কিম বিধিমালা -২০২৩ এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান, পজীপ কর্মকর্তা কে এম এ শাহেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, থানা পুলিশের প্রতিনিধি উপ পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস, লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন প্রমুখ।

কর্মশালায় আলোচকবৃন্দ বলেন সার্বজনিন পেনশন স্কিম বিধিমালা সরকারের আধুনিক ও কল্যাণকারী রাষ্ট্র বিনির্মাণে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সকল শ্রেনী পেশার মানুষের সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বলিষ্ঠ ভুমিকা পালন করবে। এ পেনশন স্কিম বিধিমালা -২০২৩ এর সুফল পাবে দেশের সকল পর্যায়ের সাধারণ মানুষ।

বক্তারা আরও বলেন, এ বিধিমালা সম্পর্কে জনগণের সম্যক ধারণা সৃষ্টি করতে ব্যপক প্রচার-প্রচারণা চালাতে হবে। এ পেনশন বিধিমালা বাস্তবায়ন করতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।