লাখাইয়ে সাংবাদিক ওয়াহেদের প্রাণনাশের হুমকি

হবিগঞ্জের লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক এমএ ওয়াহেদকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন তিনি।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহের জন্য করাব ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কের পাশে ছবি তুলতে গেলে করাব গ্রামের ট্রাক্টর চালক ফজল মিয়া সাংবাদিক ওয়াহেদকে হুমকি দেন।

অনুমতি না নিয়ে ছবি তোলার প্রসঙ্গ ধরে কথাকাটির এক পর্যায়ে ফজল মিয়া ওয়াহেদকে হুমকি দিয়ে বলেন তার ট্রাক্টরের সামনে পড়লে জীবন শেষ কর দিব। এ সময় সাংবাদিক ওয়াহেদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করার জন্যও চাপ দেয়া হয় বলে জিডিতে উল্লেখ।

এ বিষয়ে সাংবাদিক এমএ ওয়াহেদ বলেন,  করাব ইউনিয়নের করাব গ্রামের পাশে অবৈধভাবে ট্রাক্টর দিয়ে মাটি কাটার সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ এবং মাটি কাটার প্রস্তুতির ছবি তোলায় আমাকে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে। তখন আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। নিরাপত্তা আশঙ্কায় আমি প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জিডির বিষয়ে অবগত হয়েছেন উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান।