পবিত্র রমজান মাস উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুর ১২টায় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।
এসময় আলোচনায় অংশ নেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এড. খোকন চন্দ্র গোপ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাস্টার।
আরো বক্তব্য রাখেন, বুল্লা বাজার ব্যকস এর সভাপতি রাজিব আহমেদ, কালাউক বাজার কমিটির সাধারণত সম্পাদক রাসেল আহমেদ, মোড়াকরি বাজারের ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র পালসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্য জিনিসপত্রের দাম যেন স্বাভাবিক অবস্থায় রাখা হয় সেই ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা রমজান মাস উপলক্ষে প্রতিটি বাজারের ও রাস্তাঘাটে যেন কোন প্রকার যানজট সৃষ্টি না হয় সে ব্যাপারে আইনশৃংখলা বাহিনীর প্রতি সুদৃষ্টি রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি লাখাই উপজেলার প্রতিটি বাজারের সব দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দেন।
মনিটরিং সভায় লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।