লাখাইয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ জানুয়ারি) উপজেলার বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল ৯ থেকে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোছা. জিলুফা সুলতানা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আক্তার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান।
দিনব্যাপী প্রশিক্ষণে ৮ শত ৫২ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ২৫৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫১৬ জন পোলিং অফিসার।