লাখাইয়ে জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার(১৮জুন) সকাল ৯টায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে দেন নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ও আর এম ও ডাঃ তাজরিন মজুমদারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
লাখাই উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা দপ্তর সূত্রে জানা যায়, ১৮ জুন হতে লাখাই উপজেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সের বাচ্চাদের কে ১টি নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সের বাচ্চাদের কে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এ বছর লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্প সহ ১৪৬ টি ক্যাম্পের মাধ্যমে ১২-৫৯ মাস বয়সের ২০ হাজার ৩শত ৭৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে এবং ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৯শত ৩৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ।