হবিগঞ্জের লাখাই উপজেলার বোরোমৌসুমের ধান চাল সংগ্রহের অনলাইনের আবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২মে) দুপুর ১২টায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই উপজেলার খাদ্য নিয়ন্ত্রক অতিরিক্ত (দায়িত্বপ্রাপ্ত) মো. নজির মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাকিল খন্দকার, মৎস্য কর্মকর্তা মো. আবু ইউসুফ, মড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া, সাদিয়া অটো রাইস মিলের সত্বাধীকারী আলমগির তালুকদার, ওসিএলএসডি কামনা রঞ্জন দাশ, সাংবাদিক সহ আরো অনেকেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃক প্রাপ্ত তথ্যে জানা যায়, লাখাই উপজেলায় বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ আওতায় অনলাইনের মাধ্যমে আবেদন করেছিল ২০৮৭ জন কৃষক। তন্মধ্যে অনলাইনের লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে ২শত ২জন। লাখাই উপজেলার লাখাই ইউনিয়নে নির্বাচিত কৃষকের সংখ্যা ৪২ জন মোড়াকরি ইউনিয়নে ১৪ জন মুড়িয়াউক ইউনিয়নে ৪৩ জন বামৈ ইউনিয়নের ৩৭ জন করাব ইউনিয়নের ৩৩জন ও বুল্লা ইউনিয়নের ৩৩জন কৃষক লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
এ বছর ধান চাল সংগ্রহ করা হবে ৬শত ৬ মেট্রিক টন ধান চাল। তন্মধ্যে নির্বাচিত ক্ষুদ্র কৃষকের সংখ্যা ১০২ জন এবং মাঝারি কৃষক ৬০ জন ও নির্বাচিত বড় কৃষক ৪০ জন কৃষক লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। ধান চাল সংগ্রহের লটারি পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।