লাখাইয়ে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে লাখাইয়ের নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করতে থাকায় রোপা আমনের জমি ও বীজতলা তলিয়ে যাচ্ছে এবং পুকুরের মাছ বানের জলে ভেসে যাচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এরই মধ্যে ৪০-৫০ টি পুকুরের মাছ বানের জলে ভেসে গেছে। এতে ৩০-৩৫ লক্ষাধিক টাকার মতো ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এরই মধ্যে ২০ হেক্টর রোপা আমন ও ৭ হেক্টর বীজতলা নিমজ্জিত।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, রবিবার সকাল পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এতে ২০ হেক্টর রোপা আমনের জমি ও ৭ হেক্টর বীজতলা নিমজ্জিত হয়ে পড়েছে। আগাম সব্জীর ক্ষতি সাধন হয়েছে ২ হেক্টর জমি।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু ইউসুফের সাথে আলাপকালে তিনি জানান, আকস্মিক বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের পানিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় লাখাইয়ে ৪০-৫০টি পুকুরের মাছ বানের জলে ভেসে গেছে এতে প্রায় ৩০-৩৫ লক্ষাধিক টাকার মতো ক্ষতি সাধন হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন, লাখাইয়ে গত ২ দিন বৃষ্টিপাত না হলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং নতুন করে রোপা আমনের জমি ও বীজতলা নিমজ্জিত হয়েছে। তাই বন্যার পরিস্থিতি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ।