লাখাইয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ৩৫ পরিবার

বিগঞ্জের লাখাইয়ে সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপহারের ঘর পেলো ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আধা-পাকা ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টো চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।

আলোচনায় অংশ নেন বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ, উপকারভোগী মেমরাজ বেগম, দৃষ্টি প্রতিবন্ধী নুরুল আমিন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, এলজিইডি প্রকৌশলী আকতার হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়া, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি লাখাই এর ডিজিএম ইসমাত কামাল প্রমূখ।

সিলেট ভয়েস/এএইচএম