লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে হামলা, ৪ জন আটক

লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে হামলা ও আহতের ঘটনার প্রেক্ষিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, লক্ষীপুর গ্রামের মনু মিয়ার ছেলে পাবেল (১৮), মৃত ছফিল মিয়ার ছেলে নুরুজ্জামান (৩২), হাবিবুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (৩২) ও মেরাজ মিয়ার ছেলে শওকত (৩০)।

লাখাই থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সাবেক মেম্বার মজিবুল হক ও বর্তমান মেম্বার হীরা মিয়ার দলের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে মৃত আজমান শাহ’র ছেলে তরিকুল শাহ (২২)কে অপরপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে।

সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া ও এসআই শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধর্তব্য অপরাধের সাথে সম্পৃক্ত সন্দেহে উভয়পক্ষের ৪ জনকে গ্রেপ্তার করে।

এদিকে আহত তরিকুলকে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় আটক চারজনকে বুধবার (১৫ মার্চ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।