হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামিসহ ৪ জনকে আটক করেছে লাখাই থানা পুলিশ। শনিবার (২৯ জুন) রাতে লাখাই থানার একদল পুলিশ গোপন সুত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের আটক করে।
আটককৃত আসামিরা হলেন, সন্তোষপুর গ্রামের শাহাব উদ্দীনের ছেলে খায়ের উদ্দিন (২২), কাঠিহারা গ্রামের আলী আজগর এর ছেলে মহিন মিয়া (১৯), মৃত আলফু মিয়ার ছেলে রাশিদ মিয়া ও রাশিদ মিয়ার ছেলে আকাশ মিয়া।
পুলিশ জানায়, আটককৃতদের রোববার (৩০ জুন) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।